তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহের ফুলপুর উপজেলা ও পৌর শাখার সম্মিলিত উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিল চৌধুরী লিলির সভাপতিত্বে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর রোড স্থল হাজী কমিউনিটি সেন্টারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফা, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেহেনা পারভীন ববি, মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক রোকেয়া বেগম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌসি জাহান সুপ্তি সহ, উপজেলা ও পৌর বিএনপির পুরুষ ও মহিলা দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক হোসনে আরা নিলু।