বন্দর প্রতিনিধি: একনেকে অনুমোদিত নকশা অনুযায়ী কদম রসূল সেতু দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বন্দর নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত ৮ টায় বন্দর কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দী ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলামিষ্ট ফরিদ আহমেদ রবি।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি ডা. ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ, বাংলা টিভির নিউজ প্রেজেন্টার কাজী সাঈদ, দৈনিক যুগের চিন্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফ রানা, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বন্দর ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক হৃদয় ভূইয়া, যুবদল নেতা মিনহাজ মিঠু, সমাজ সেবক শহিদুল, মুন্নী সরদার প্রমূখ।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জের একজন সাংস্কৃতিক কর্মী কদমরসুল সেতুর নকশা নিয়ে নাক গলাচ্ছেন। তিনি চান না সেতুটা হউক। অথচ নকশা নিয়ে কথা বলবেন প্রকৌশলীরা। তিনি কি প্রকৌশলী? তিনি বলছেন এখান দিয়ে সেতু হলে যানজটের সৃষ্টি হবে। কই! এখন যানজট হচ্ছে না? এতদিন আপনারা কি করেছেন। আসলে মুলত বন্দরকে সব সময় কিছু তথাকথিত সুশিল প্রকৃতির লোক বিভাজন করে রাখতে চায় সব সময়। তাদের মুল ম্যাসেজ হচ্ছে বন্দরকে এগিয়ে নেওয়া যাবে না। বন্দর উন্নতি হলে তাদের সমস্যা। যারা বন্দরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, প্রয়োজনে বন্দরের জনগণকে নিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করা হবে। কোন ভ্রষ্ট বামের কথা নারায়ণগঞ্জে চলবে না। পরিশেষে আমরা সকলকে নিয়ে বন্দরের উন্নয়নের স্বার্থে সেতুর বাস্তবায়ন চাই।