নিজস্ব সংবাদদাতা: অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও আইনি ভিত্তি প্রদান, সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিস্ট ও তার দোসরদের দৃশ্যমান বিচার, জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এ-ই ৬ দফা দাবীতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আছর নগরীর চাষাঢ়াস্থ বাগ-এ-জান্নাত জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিআইটি মসজিদের সামনে এসে মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়। কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল সারাদেশে সকল মহানগরীতে কর্মসূচির অংশ হিসেবে পালন করা হয়।
মিছিলপূর্ব সমাবেশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন- জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলো ফ্যাসিবাদীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার সহ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য। কিন্তু আমরা দেখলাম সংস্কারের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেয়ার জন্য ষড়যন্ত্র চলছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত অগ্রগতি এখনও সাধিত হয়নি। জুলাই জাতীয় সনদ ২০২৫ ঘোষণা করা হয়নি। অথচ খুনী ফ্যাসীবাদী হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার সহ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, সময়ের দাবী মাত্র।
নেতৃবৃন্দ বলেন- ইতিমধ্যে সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘদিন ধরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বিভিন্ন পক্ষ ছাড় দিয়ে হলেও অনেকগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছতে সক্ষম হয়েছে। এখন যদি সংস্কার পূর্ণাঙ্গ না করা যায়, তাহলে নির্বাচিত হয়ে ক্ষমতায় যারা আসবেন তারা এসব বিষয় যথাযথভাবে বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে জনমনে সন্দেহ রয়েছে। তাই অন্তর্বর্তীকালীণ সরকারকেই জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করতে হবে। অতি দ্রুত জুলাই সনদ ঘোষণা করে তা কার্যকর করতে আইনী ভিত্তি প্রদান করতে হবে। এবং এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।
বক্তারা আরও বলেন- আমরা লক্ষ্য করলাম, অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশার বিপরীতে গিয়ে সকল প্রাথমিক বিদ্যালয়ে গান-নাচের শিক্ষক নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে। অথচ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবী দীর্ঘ দিনের। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমরা অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও আইনি ভিত্তি প্রদান, সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিস্ট ও তার দোসরদের দৃশ্যমান বিচার, জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে ব্যবস্থা গ্রহণের ৬ দফা দাবী জানাচ্ছি।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী যুব মজলিস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস এর মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানার সভাপতি কামরুল হাসান পায়েল, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানার সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ।