মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম মাদকদ্রব্য আইনে ২০১৮ সনের ৩৬(৫) ধারাই এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামী হলেন- উপজেলার কায়েতপাড়া চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের শহিদুল মিয়ার ছেলে রবিউল(২৫)। চনপাড়া ফাড়ির অফিসার ইনচার মফিজুল ইসলাম বলেন, মাদকাসক্ত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে বিকালে অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। দণ্ডাপ্রাপ্ত যুবককে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ হয়েছে।