হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি ছাত্র-ছাত্রীদের জুনিয়র উপবৃত্তি শিক্ষার্থী’র অভিভাবকের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১.০০ ঘটিকায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সরকারি শিক্ষিকা আসমা উল হুসনা সঞ্চালনায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সম্পদ বড়ুয়া সভাপতিত্বে সিনিয়র সহকারি শিক্ষক বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা’র সমন্বয়ে ২৬ জন ৮ম শ্রেণির জুনিয়র উপবৃত্তি শিক্ষার্থী’র অভিভাবকদের নিয়ে আলোচনা করা হয়। এসময়ে অভিভাবক ও অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তি জয় তঞ্চঙ্গ্যা বলেন, তিন মুখি এখন রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের মিলে প্রচেষ্টায় করলে দীর্ঘবছর পযর্ন্ত কোন জুনিয়র উপবৃত্তি ছিলনা।
আমরা এবারে শিক্ষার্থীদেরকে নজর দিতে হবে যেনো সকল স্থরে সুনাম বয়ে আনতে পারেন। আরো ইউপি সদস্য অংশৈচিং মারমা বলেন উপজেলা একমাত্র রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে। বাছাইকৃত ২৬ জন জুনিয়র উপবৃত্তি শিক্ষার্থীদের শিক্ষারমান আরো বৃদ্ধি করতে হবে প্রয়োজনে সাধারণ শিক্ষার্থী চাইতে অতিরিক্ত ক্লাসও নিতে হবে। সিনিয়র সহকারি শিক্ষক বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, আগামি জুনিয়র উপবৃত্তি সম্ভব্য শিক্ষার্থীদের অভিভাবক সাথে আলোচনা করেছি। সকলের সহযোগিতা উচ্চ মাধ্যমিক বোর্ড নিদের্শনায় অভিভাবকদের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী শিকার মান বৃদ্ধির জন্য অতিরিক্ত ক্লাস আড়াই মাস মত সময় পাবো। সকলের অংশগ্রহণ করে যেনো পাস করতে পারে তাই মূল্যায়ন, ক্লাস টেস্ট, রুটিন মাফিক পড়ানো হবে।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সম্পদ বড়ুয়া বলেন, বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার একমাত্র হাইস্কুলে পযার্প্ত শিক্ষক নাই ২১ জন মধ্যে মাত্র ৬ জন শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে। আরো শিক্ষক বাড়ানো জন্য উদ্ধর্তম কর্তৃপক্ষকে জানিয়েছি। আগামী জুনিয়র উপবৃত্তি শিক্ষার্থীদেকে ১০০ % পাস নিশ্চিত করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত ছিলেন ২৬ জন জুনিয়র উপবৃত্তি শিক্ষার্থী’র অভিভাবক শান্তিজয় তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য অংশৈচিং মারমা, সাংবাদিক হ্লাছোহ্রী মারমা, অবসরপ্রাপ্ত আর্মি হ্লামং মারমা, শৈয়ই মারমাসহ ২৬জনের অভিভাবকবৃন্দ।