নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক নির্যাতন প্রতিরোধে দেশের মিডিয়ার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রলয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা কোথাও হামলা, মামলা বা হয়রানির শিকার হলে অনেক প্রতিষ্ঠান তা স্বীকার করতে চায় না। এতে সাংবাদিকরা আরও বিপদে পড়েন। তাই মিডিয়া মালিক ও সম্পাদকদের প্রতিনিধিদের পাশে থেকে সাহস জোগানো উচিত।
অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রলয় পত্রিকার মাল্টিমিডিয়ার উদ্বোধন করা হয়। অতিথিরা বলেন, সংবাদপত্র শুধু খবর প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের বিবেক, সময়ের সাক্ষী ও ন্যায়ের পক্ষে সাহসী কণ্ঠস্বর। দৈনিক প্রলয় যে বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করছে তা অত্যন্ত প্রশংসনীয়।
তারা আরও বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি। সোশ্যাল মিডিয়ার ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের যুগে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। এ সময়ে প্রলয় সত্য, ন্যায় ও নিরপেক্ষতার পথে অবিচল থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক মো. মাসুদ এবং দৈনিক আমাদের কণ্ঠ-এর নির্বাহী সম্পাদক সেলিম মিয়াজী। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।