লিয়াকত হোসাইন / ইসমাইল খান টিটু:২৬ই সেপ্টেম্বর ২০২৫ তারখে ফরাজীকান্দি ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড বড়হলদিয়া গ্রামে মাদক বিরোধী পরামর্শ সভার-আয়োজনে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী কার্যক্রম গ্রহণ ও মাদক বিরোধী প্রচারণা” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন মোহাম্মদ আলী মাস্টার, এই আলোচনা সভায়
মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এস আই জাফর আহমেদ প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন এস আই দেলোয়ার বিট কর্মকর্তা ফরাজীকান্দি ইউনিয়ন এ এস আই মনির সহকারী বিট কর্মকর্তা ফরাজীকান্দি ইউনিয়ন এবং বড়হলদিয়া গ্রামের শিল্পপতি মফিজুল ইসলাম ও শিল্পপতি রানা সোবহান ২ নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম।
প্রধান আলোচক ও বক্তারা মাদকের অপব্যবহার, কুফল ও তা প্রতিরোধের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। ‘‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী কার্যক্রম গ্রহণ ও মাদক বিরোধী প্রচারণা’’ বিষয়ক মূল্যবান বক্তব্য রাখেন ও এই সভায় মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি, আসক্তি থেকে মুক্তির উপায় এবং মানসিক স্বাস্থ্য সহায়তা নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব আব্দুর রশিদ প্রধান তিনি তার বক্তব্যে বলেন প্রয়োজনে আমরা এলাকাবাসি মিলে পাহারা দিবো তবুও কাওকে মাদক সেবন মাদক বিক্রি কোন কিছুই করতে দিবোনা। সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রনি শিক্দার ও কাওছার আহমেদ।