পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলার চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া বলেছেন, মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউসুল আযম মাইজভাণ্ডারীর রক্ত ও বেলায়তের উত্তরাধিকারী, তদীয় প্রপৌত্র হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিলো রাসূল (সা) এর আদর্শকে যথাযথভাবে অনুসরণ করা। তিনি নির্বিলাস সাদাসিদে জীবন যাপন করেছেন। তাঁর মতো বিনয়ী ও উদার প্রকৃতির মানুষ কমই দেখা যায়। তিনি আরোও বলেন, বর্তমানে রাজনীতিতে একটি দল ইসলামের লেবাস দিয়ে জনগণকে বোকা বানানোর অপচেষ্টা চালাচ্ছে, তাদের দল করলে বেহেস্তের টিকিট পাওয়া যায় এটা হলো মুনাফেকের দল ভবিষ্যতে এ দল থেকে সাবধান থাকার আহবান জানান। তিনি ২৭ সেপ্টেম্বর শনিবার মীনা কনভেনশন সেন্টারে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির আয়োজিত আলোচনা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির উদ্যােগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ১৫০০শত বছর ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৭ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দ্রপোল বাইপাস সড়কে মীনা কনভেনশন হলে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়ার সমন্বয়কারী মোহাম্মদ জাফরুল ইসলাম, সমন্বয়কারী মোহাম্মদ মফিজ উদ্দীন ও আকবর সিকদার এর যৌথ পরিচালনায় উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক মাওলানা জাফর উল্লাহ্, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, সমাজ সেবক শহিদুল ইসলাম সাজ্জাদ, বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ব্যাংকার আমির হোসেন,মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদ সদস্য নাসির উদ্দিন, পটিয়ার সমন্বয়ককারী সৈয়দ বাহারুল আলম মাষ্টার,জয়নাল আবেদীন আঙ্গুর,শহীদুল আলম, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম (সোহেল) ও সাবেক সমন্বয়ক মোশারফ হোসেন (বাবু), প্রমুখ। এছাড়াও পটিয়ার শাখা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির নেতা আমির হোসেন সওদাগর,নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।