হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:বাংলাদেশ ইসলমী ছাত্রশিবির ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখা কতৃক আয়োজিত সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ভোলা জেলা সভাপতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আকরাম, পৌরসভা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মোঃ মনির স্যার, বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ নোমান স্যার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মঈন বিন সাইফুল্লাহ।
বাছাইকৃত প্রায় শতাধিক প্রতিযোগির মধ্যে অংশ নেয়া সেরা দশ জনকে ক্রেস্ট, সনদপত্র ও সিরাত গ্রন্থ এবং বাকি সকল প্রতিযোগিদের শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ নোমান বলেন, এরকম আয়োজন একজন শিক্ষার্থীর মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। আজকের আয়োজনে শিক্ষার্থীরা রাসুল (সা.) সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে।
জেলা সভাপতি জসিম উদ্দিন তার বক্তব্য বলেন, একজন শিক্ষার্থীর নৈতিক ও একাডেমিক উন্নতির জন্য ছাত্রশিবির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে এবং একজন শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট রুটিন অনুসরণের মধ্যে দিয়ে মেধাবী ছাত্র হিসেবে তৈরি করে।
নারায়ণগঞ্জ জেলা সভাপতি আকরাম তার বক্তব্যের মধ্যে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রদান করে। জীবনের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মজীবনের পথে কিভাবে এগিয়ে যেতে হবে সেই দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে মঈন বিন সাইফুল্লাহ বলেন, ছাত্রশিবির ছাত্রদের যেকোনো সমস্যায় সবার আগে এগিয়ে আসবে। সাধারণ শিক্ষার্থীরা যে কোনো সময় ছাত্রশিবিরকে পাশে পাবে, ছাত্রশিবির শুধুমাত্র ছাত্র অঙ্গনেই কাজ করে।