রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজানে শিক্ষাবিদ মরহুম দিল মোহাম্মদ মাস্টারের ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার মৃত্যু বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল ও পশ্চিম গহিরা উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিম খানা ও হেফজ খানায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান, সাবেক পৌর কমিশনার আশেক রসুল রোকনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সচিব মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর এস. জেড. এম ট্রাষ্টের উপদেষ্টা ড. জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মোকসেদুর রহমান, প্রতিষ্ঠানের সুপার আনোয়ার হোসেন, শিক্ষক বটন কুমার দে, সাবেক সমন্বয়ক শফিউল আলম মানিক, ইকবাল হোসেন চৌধুরী, ইমাম উদ্দিন আলিফ প্রমুখ।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান মৌলানা হাফেজ আবুল কালাম।স্মরণ সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়।দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশনে চেয়ারম্যান আশেক রসুল রোকন বলেন, আমার পিতা মরহুম দিল মোহাম্মদ মাস্টার একজন আদর্শ শিক্ষক ছিলেন। বাবার আদর্শ বুকে ধারণ করে সমাজের জন্য ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ড করার চেষ্টা করি। একটি সুন্দর প্রজন্ম পরম্পরায় প্রবাহিত প্রতিষ্ঠিত হোক মানবতায়, সেই দৃষ্টিকোন থেকে দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।