হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: ভোলায় উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। উচ্চ মাধ্যমিক (মাদ্রাসা) পর্যায়ে বোরহানউদ্দিন কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ শোয়াইবুর রহমান, মাধ্যমিক (বিদ্যালয়) পর্যায়ে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ দে, দাখিল মাদ্রাসা পর্যায়ে খানকায়ে বশিরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শাহিনুল কবীর, প্রাথমিক পর্যায়ে মঠখোলা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এবং সাকুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর মোহাম্মদ আব্দুল লতিফ সংবর্ধনা লাভ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল করিম, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম আহমদ উল্যাহ আনসারী, মজমের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফয়জুল আলম, ছোট মানিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ, হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আল আমিন সহ বিভিন্ন মাদ্রাসা, কলেজ, স্কুল প্রধানগন, উপজেলা কৃষি কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণী শিক্ষকরা একটি জাতির মেধা ও নৈতিকতার দিকনির্দেশক। শিক্ষার মানোন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।