1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিএমএসএফ প্রতিষ্ঠাতা আবু জাফরের ৫০তম জন্মদিন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় বিদ্যালয়ের জায়গা দখল মুক্ত না হওয়ায় শিক্ষানবিশ ছাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে বন্দরে সক্রিয় মাদক ও নারী পাচার চক্রের মূল হোতা এখনো অধরা বন্দরে সক্রিয় মাদক ও নারী পাচার চক্রের মূল হোতা এখনো অধরা পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় এলডিপি’র উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন গলাচিপায় বিদ্যালয়ের জায়গা দখল মুক্ত না হওয়ায় শিক্ষানবিশ ছাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে মোহনপুরে নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে পুকুর খননে ব্যস্ত বিএনপি নেতা প্রশাসনের নামে টাকা তোলা, কৃষিজমি নষ্ট—দলের ভেতরে ক্ষোভ ও তোলপাড় চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন রিভিউয়ের দাবিতে দুই হেভিওয়েট প্রার্থী এক মঞ্চে ঐক্যের ডাক কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে শুভেচ্ছা ও সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে কৃষকের মাঝে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধানের দায়িত্ব পেলেন নান্দাইলের সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম সূর্য

বিএমএসএফ প্রতিষ্ঠাতা আবু জাফরের ৫০তম জন্মদিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক আহমেদ আবু জাফরের আজ ৫০তম জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকতার উন্নয়ন ও মফস্বল সাংবাদিক সমাজের অধিকার রক্ষায় তাঁর অসাধারণ অবদানকে কেন্দ্র করে আজ নানা শ্রোত থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আহমেদ আবু জাফর তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন সাধারণ সাংবাদিক হিসেবে। ধীরে ধীরে তিনি সাংবাদিকতার প্রতিটি পর্যায়ে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাংবাদিক সমাজের দুর্বল ও অবহেলিত অংশের জন্য লড়াই করা তাঁর জীবনের মূল লক্ষ্য। তিনি পেশাগত নৈতিকতা ও সাংবাদিকতার মৌলিক স্বাধীনতা রক্ষায় নিবেদিতপ্রাণ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গঠনের মাধ্যমে তিনি মফস্বল সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেন। তাঁর নেতৃত্বে বিএমএসএফ নানা সময় সাংবাদিকদের দাবি, কল্যাণ এবং সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করেছে।

বিএমএসএফ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি সাংবাদিক সুরক্ষার জন্য ” সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি-বাংলাদেশ গঠন করেছেন। ঢাকার বাহিরের সাংবাদিকদের জন্য তিনি ঢাকায় প্রতিষ্ঠা করেছেন জার্নালিস্ট শেল্টার হোম। যেখানে ঢাকার বাহিরের সাংবাদিকরা স্বল্প খরচে থাকা এবং খাওয়ার সুযোগ পাচ্ছেন।

এছাড়াও সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা বাড়াতে প্রবাসীদের নিরাপত্তা, সুরক্ষার জন্য প্রতিষ্ঠা করেছেন ‘সেইফ এক্সপার্টিয়েট ইম্রিগেশন প্রোগ্রাম-বাংলাদেশ। শিশুদের নিরাপদ, সুরক্ষার জন্য প্রতিষ্ঠা করেছেন ‘চাইল্ড কেয়ার ইন বাংলাদেশ’। শিশু কিশোরদের সাইবার নিরাপত্তা রক্ষায় গড়ে তোলা হয়েছে ‘ডিজিটাল সেফটি ক্লাব’ যা পরিকল্পনাধীন। তিনি কৃষক ও মৎস্যজীবীদের জন্য পৃথক পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

তিনি সাংবাদিক সংগঠনের জাতীয় জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অগর্গানাইজেশন-এ্যাবজার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আহমেদ আবু জাফর তাঁর সাহসী এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন, সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছেন। সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

বিএমএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়, “আহমেদ আবু জাফর শুধু একজন সফল সাংবাদিক নন, তিনি মফস্বল সাংবাদিকদের জন্য এক অবিচল নেতৃস্থানীয় ব্যক্তি। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতা আমাদের সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণা।”

আজকের দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ফোরামটি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছে।

বর্তমানে তিনি সাংবাদিকদের মুখপত্র মিডিয়া ক্যানভাস ও অনলাইন মিডিয়া বাংলা পোর্টালের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি