স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাতে নগরীর বঙ্গবন্ধু সড়কের আলী আহম্মদ চুনকা পৌর মিলনায়তনে এ সম্মেলন হয়। সভাপতিত্ব করেন বাপার নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক।বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি মহিদুল হক খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির, যুগ্ম সম্পাদক হাসান খান,অ্যাড.মাহবুবুর রহমান মাসুম, জাহিদুল হক দীপু ,জিয়াউল ইসলাম কাজল,তারেক বাবু,শরীফউদ্দিন সবুজ,সুলতানা আক্তার ও পপী রাণী সরকার প্রমুখ।বাপার কেন্দ্রীয় সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার বলেন,পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা যথেষ্ট।
প্রথমে যে কাজটি হাতে নেওয়া দরকার তা হলো পলিথিন-প্লাস্টিক দ্রব্য ব্যবহার কঠোরভাবে দমন করা। এতে জনসচেতনতাও জোরদার করা প্রয়োজন। তরুণ সমাজকে পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে। বিশ্ব পরিসরে বৃহৎ শক্তিবর্গ যারা পরিবেশ দূষণের জন্য দায়ী তাদের বোধহয় একান্ত প্রয়োজন না হলে সভ্যতা ধ্বংসের মুখোমুখি হবে।পরিবেশ দূষণরোধে জিরো ট্রলারেন্স পদক্ষেপ গ্রহন করতে হবে।অ্যাড.মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জে ডেঙ্গুর বিস্তৃতির প্রধান কারণ পরিবেশ দূষণ। প্রয়োজনীয় রি-সাইকেল সিস্টেম গড়ে ওঠেনি। এক্ষেত্রে সিটি করপোরেশনসহ প্রশাসনেরও অবহেলা রয়েছে।নারায়ণগঞ্জে হকার ও ব্যাটারি চালিত রিক্সার জন্য শহরের পরিবেশ নাজুক।
শীতলক্ষ্যা নদীও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।নদীর চারপাশ দখল করে গড়ে উঠছে অসংখ্য অবৈধ স্থাপনা।এর থেকে পরিত্রান পেতে আমরা ডু-অর-ডাই পদক্ষেপ গ্রহন করবো।পৃথিবীর দূষিত শহরগুলোর তালিকার প্রথমেই রাজধানী ঢাকার অবস্থান আর এর পাশেই নারায়ণগঞ্জ।নারায়ণগঞ্জকে দূষণমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।সাধারন সম্পাদক তারেক বাবু নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরে বলেন,পরিবেশের সংকটের কারনে নারায়ণগঞ্জ দূষিত হচ্ছে।
আমরা নারায়ণগঞ্জকে দূষণমুক্ত করার লক্ষ্যে কাজ করবো।সভা শেষে অ্যাড.মাহবুবুর রহমান মাসুম সভাপতি ও তারেক বাবুকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা ) নারায়ণগঞ্জের নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির।কমিটিতে সহসভাপতি- জাহিদুল হক দীপু ,জিয়াউল ইসলাম কাজল ও মজিবুর রহমান।যুগ্ম সম্পাদক- সুমিত সাহা ও সুলতানা আক্তার।অর্থ সম্পাদক সাজাহান মোড়ল।এবং সদস্যরা হলেন-অ্যাড এবি সিদ্দিক,অ্যাড.আওলাদ হোসেন,সারু ইসলাম,সানোয়ার হোসেন,শহিদুল ইসলাম টিটু,আ:জব্বার,শরীফ উদ্দীন সবুজ,হাফিজুল হক ,জহিরুল ইসলাম মিন্টু,মনি গাঙ্গুলী ও পপী রানী সরকার।