লিয়াকত হোসাইন মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়ায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে লুধুয়ায় ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি প্রতিষ্ঠিত “আমেনা জহির ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসোর্স সেন্টার” আয়োজিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদেরকে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়ে সচেতন করতে বিপর্যয় কিংবা জরুরী অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেনো পাওয়া যায় এ বিষয়ে নানামূখী আলোচনা হয়।
আমেনা জহির ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি এর সভাপতিত্বে এবং কবি ও লেখক রবিউল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এসময় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোবারাক হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, লুধুয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন।
ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি তাঁর বক্তব্যে একজন মানসিক বিপর্যস্ত মানুষ আত্মহত্যা করার পূর্বে তার মধ্যে কি কি লক্ষন দেখা দেয় সে বিষয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি একজন বিপর্যস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বা এসকল সমস্যার উত্তোরনের উপায় নিয়েও আলোচনা করেন।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, মা’দের মানসিক স্বাস্থের বিষয়ে তিনি বলেন, মায়েদের মানসিক স্বস্থ্যের বিষয়ে আমাদের বেশী গুরুত্ব দেয়া উচিৎ। মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকলে পুরো পরিবারের মানষিক স্বাস্থ্য ভালো থাকবে বলে আমি মনে করি। তিনি বলেন, মানষিক স্বাস্থ্য ভালো রাখতে না পারলে পুরো পরিবার ও সমাজ পিছিয়ে পরবে। তাই নিজেদের মানষিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের আরো মানবিক হতে হবে। একের সাথে অপরের সৌহার্দ্যতা যাতে বজায়ে থাকে সে বিষয়ে নজর রাখতে হবে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমরান হোসেন।