বিশেষ প্রতিনিধি :- বন্দরে গত ১০ শে অক্টোবর শুক্রবার বিকেলে কল্যান্দী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
এ সময় মাসুদুজ্জামান মাসুদ:বলেন কলাগাছিয়া ইউনিয়নের মানুষের পাশে,আছি। ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে একত্রিত হয়ে কাজ করবো। এ সময় অন্যদের মধ্যে মতবিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য; মাহাবুব উল্লাহ তপন, হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মো. ফারুক হোসেন ও মো. আলমগীর হোসেন, মনিরুল ইসলাম সজল, যুবদল নারায়ণগঞ্জ মহানগর সভাপতি, সাখাওয়াত ইসলাম রানা, স্বেচ্ছাসেবক দল সভাপতি নারায়ণগঞ্জ মহানগর, এনামুল খন্দকার স্বপন কৃষক দল সভাপতি
নারায়ন গঞ্জ মহানগর বিএনপি সদস্য শহিদুল ইসলাম রিপনের এর সঞ্জালনায় বন্দর উপজেলা বিএনপি সদস্য কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুর,আলম মিয়া, সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন বন্দর থানা জাসাস এর সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল প্রধান,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক সাধারন সম্পাদক বাদল ঢালী, ৪নং ওয়ার্ড বি এন পির নেতা বাবুল মিয়া নারায়ণগঞ্জ মহানগর ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।