তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ বহু বছর পর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরের ৬ নং পয়ারী ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে যোগ দিয়েছেন শত শত ভক্ত সহ নেতাকর্মীরা। সোমবার(১৩ অক্টোবর) বিকালে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম সিনিয়র যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু ও যুগ্ম আহবায়ক রোকনজ্জামান রোকন (চেয়ারম্যান) যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সকল যুগ্ম আহবায়ক বৃন্দ, সদস বৃন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পয়ারী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ মানুষ ও জনগণ।