নিজস্ব প্রতিবেদক: এন্টি নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত কক্সবাজার জেলার শীর্ষ মাদক কারবারি মোঃ তাজ উদ্দিন উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকা হতে র্যাব -১৫ ও ৬৪ বিজিবির যৌথ অভিযানে গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে এন্টি নারকোটিস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত কক্সবাজার জেলার শীর্ষ মাদক সন্ত্রাসীদের তালিকাভূক্ত কুখ্যাত মাদক সম্রাট মোঃ তাজ উদ্দিনকে গত ১২ অক্টোবর ২০২৫ খিঃ তারিখ রাতে সিপিসি-২, র্যাব-১৫ ও ৬৪ বিজিবির একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত নাম- মোঃ তাজ উদ্দিন(৩০), পিতা- মৃত সেহের আলী, সাং-মরিচ্যা, পূর্ব মরিচ্যা ডাক্তার নাসিরের বাড়ি, ১ নং ওয়ার্ড, ইউপি- হলুয়াদিয়াপালং থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আ. ম. ফারুক সহকারী পুলিশ সুপার(ল’ এন্ড মিডিয়া অফিসার)