বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় আব্দুল্লাহ (২৬) নামে এক ভ্যানচালককে হত্যার পর মরদেহ গুম করা হয়েছে। নিখোঁজের চার দিন পর তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শার্শা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে। গত ১০ অক্টোবর সকাল ১১ টার দিকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি। পুলিশ জানায়, ১০ অক্টোবর (শুক্রবার) সকাল১১ টার দিকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুল্লাহ। এরপর তিনি আর ফেরেননি। পরেরদিন শনিবার তার পিতা ইউনুস আলী শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫০৫, তারিখ ১১/১০/২০২৫) করেন। জিডি সূত্রে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ তৎপরতায় ঝিকরগাছা থানা এলাকা থেকে ভিকটিমের ভ্যানটি উদ্ধার করে।
পরবর্তীতে ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৬টার দিকে মালয়েশিয়া প্রবাসী বাবলু সরদারের একটি পরিত্যক্ত একতলা বাড়ির টিনের বক্সের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় আব্দুল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত আবদুল্লাহর পিতা ইউনুস আলী মোড়ল বলেন, আমার ছেলেটা প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হয়েছিল। আমরা ভাবিনি, এভাবে তাকে খুন করবে কেউ। লাশ পচে গলে গেছে, মুখটাও চেনা যাচ্ছিল না।
আমরা তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ভিকটিম নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা ও ডিবি পুলিশ একযোগে কাজ শুরু করি আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান এই ওসি।