মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণে ব্যবহার হওয়া সুরকি মিশ্রিত বালু রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে। গতকাল বুধবার বালুসহ একটি ট্রাক আটক করেছে এলাকাবাসী। এ ঘটনার সাথে জড়িত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার বাতেন মিয়ার ছেলে আব্দুন নূর ইসলাম বাদল। একই এলাকার শফি মিয়ার ছেলে জাকির ওরফে বালু জাকির, জাফরের ছেলে অহিউদ্দিন। তারা সিন্ডিকেট করে সরকারি মাটি ও বালু চুরি করে অন্যত্র বিক্রি করছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে মাটি চোর বাদল ও তার সহযোগীরা গা ঢাকা দেয়। সড়েজমিনে গিয়ে দেখা যায়, গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে মেসার্স আব্দুল নূর এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে চুরি হওয়া বালু স্তুপ করে রাখা হয়েছে। বিভিন্ন জমির মালিকদের সাথে চুক্তি করে এখান থেকেই বালু সাপ্লাই করে থাকে বাদল গং।
গত কয়েক বছর ধরেই তারা বালু চুরির সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ টাস্কফোর্স গঠন করে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা না নিলে সড়ক ও সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে। বালু ও কাঁচামালের অবাধ চুরির অভিযোগ শুধুমাত্র সম্পদের ক্ষতি নয় এটি বৃহত্তর নির্মাণমান ও জনগণের অধিকারকে প্রভাবিত করে। দ্রুত, স্বচ্ছ ও সমন্বিত উদ্যোগ ছাড়া সড়ক নির্মাণ প্রকল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও জনগণের আস্থা দুটোই ঝুঁকিতে পড়তে পারে। গোলাকান্দাইল অংশে এশিয়ান হাইওয়ে নির্মাণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গোলাকান্দাইল মৌজার বিভিন্ন স্থান থেকে ভূপাতিত বালু ও নির্মাণ-উপকরণ অননুমোদিতভাবে সরানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান আমরা রাতেও দেখেছি বড় ট্রাকগুলো এসে ভেকু দিয়ে বালু তুলে নিয়ে যায়। কে বা কাহারা রাস্তা থেকে মাটি তুলে নিচ্ছে তা জানাতে পারেনি এলাকাবাসী। স্থানীয় প্রশাসন ও প্রকল্প এলাকার দায়িত্বশীলদের কাছে বিষয়টি অবধানের দাবি উঠেছে। কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।