প্রেস বিজ্ঞপ্তি: কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এর সংবাদ সংগ্রহ করতে গিয়ে উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বন্দর প্রতিনিধি ও বন্দর উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সদস্য শামীম ইসলামে খুন করার হুমকি দাতা সহ তাদের সহযোগীদের গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেছে বন্দর উপজেলা প্রেসক্লাব।
রবিবার ১৯ অক্টোবর দুপুরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে সাংবাদিক শামীমকে খুনের হুমকি দাতা পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাট ব্লাক জনি, নৌ-ডাকাত শিপন, তুহিন ও সোহেল সহ তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল ও সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিলন, সহ যুগ্ম সম্পাদক মমতাজ, সাংগঠনিক সম্পাদক ডালিম সিকদার, অর্থ সম্পাদক অজিদ দাস, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান রিমন, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক হৃদয় বিশ্বাস মিলন, সাংবাদিক টিটু, আবুল বাশার, বাপ্পী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দরা।