স্টাফ রিপোর্টার ঃ খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল শ্লোগানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলী আহম্মদ চুনকা ঈদগাহ ময়দানে পশ্চিম আইলপাড়া যুব সমাজ ও পঞ্চায়েতের উদ্যোগে প্রিমিয়ার লীগ সিজন-২ অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম আইলপাড়া প্রিমিয়ার লীগে ৬টি দল অংশগ্রহণ করে। ছয়টি দলের মধ্যে ভেলোসিটি, ঠান্ডার বোল্ট, সিনিয়র সিটিজেন, সেভেন ফ্রেন্ডস, জুনিয়র টিম ও ঠান্ডার শেল্ডস। উক্ত প্রাণবন্ত খেলায় ভেলোসিটি চ্যাম্পিয়ান ও ঠান্ডার বোল্ড রানারআপ হয়। স্থানীয় এলাকার তরুন সমাজকর্মী মোঃ ইমতিয়াজ ভূইয়া, শাহআলম, সনন, আল আমিন, রাজিব, রফিকুল ও ঋতুর আয়োজনে পশ্চিম আইলপাড়া এলাকার পঞ্চায়েত ও যুব সমাজের আন্তরিক সহযোগীতায় প্রিমিয়ার লীগটি অত্যান্ত জাঁকজমকপূর্ণভাবে প্রচুর দর্শকের সমারোহে খেলাটি অনুষ্ঠিত হয়। ভেলোসিটির অধিনায়ক আলভী ও ঠান্ডার বোল্ড এর অধিনায়ক সনন অনুভূতি প্রকাশে বলেন, এলাকার তরুন সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।
অন্যান্যের মধ্যে বিভিন্ন দলের টিম ম্যানেজার ছিলেন শৈকত, শাওন, দীপু ও রাজিব সহ অন্যান্য। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন শ্রেষ্ঠ সংগঠক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি বলেন, মাদকের কারনে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানি বাড়ছে। মাদকের কারনে তরুন সমাজ আজ বিপদগামী। তাদের মাদক মুক্ত রাখতে খেলাধুলা অত্যান্ত জরুরী। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির দায়িত্বশীল কর্মকর্তা মোঃ চুন্নুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।