সেলিম মাহবুবঃআজ বিএনপির মনোনয়ন বৈঠক শেষে সুনামগঞ্জের ৫ টি আসনে তারেক রহমানের নির্দেশনায় প্রাথমিকভাবে ১১ জন-কে মনোনিত করা হয়েছে এবং তাদের-কে মাঠে কাজ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড মো আব্দুল হক।
সুনামগঞ্জ-১, সালমা নজির,আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল।
সুনামগঞ্জ-২, নাসির উদ্দীন চৌধুরী,তাহের রায়হান চৌধুরী পাভেল।
সুনামগঞ্জ-৩- একক ভাবে এম কয়সর আহমদ কে কাজ করতে বলা হয়েছে।
সুনামগঞ্জ ৪-, অ্যাড মো আব্দুল হক,অ্যাড নুরুল ইসলাম নুরুল ও দেওয়ান জয়নুল জাকেরিন।
সুনামগঞ্জ-৫, কলিম উদ্দিন আহমেদ মিলন , মিজানুর রহমান চৌধুরী।
তাদের সবাইকে মাঠে কাজ করতে বলা হয়েছে এখান থেকেই প্রতি আসনের একজন পাবেন চুড়ান্ত মনোনয়ন।