নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এডভোকেট আবুল কালামের র্যালিতে তাক লাগানো শোডাউন নিয়ে যোগদান করেছে বন্দর সিএনজি মালিক ও শ্রমিক কমিটির নেতৃবৃন্দরা।
সোমবার ২০ অক্টোবর বিকেলে ৪ টায় সিএনজি মালিক কমিটির সাধারণ সম্পাদক ডালিম সিকদার, উপদেষ্টা হাসান সামিউজ্জামান সৈকত, শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু ও সাধারণ সম্পাদক হুমায়ূনের নেতৃত্বে কর্মী সমথর্ক নিয়ে শোডাউন করে যোগদান করেছে।
এর আগে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বন্দর ১নং সেন্টাল খেয়াঘাট এলাকায় মিছিল নিয়ে জড়ো হতে থাকে। পরে সেখান ডালিম সিকদার, সৈকত, পাপ্পু ও হুমায়ুনের নেতৃত্বে নাসিক ২২ ও ২৩নং ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিন করে লতিফ হাজীর মোড় গিয়ে সাবেক এমপি এডভোকেট আবুল কালামের আয়োজিত র্যালিতে যোগদান করে। র্যালিটির আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।
র্যালিতে উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সুমন মুনসি, নান্টু, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির উদ্দিন রিযাদ, সিএনজি শ্রমিক কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর মৃধা, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক সজিব, সিএনজি শ্রমিক কমিটির সহ-সভাপতি রানা, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন, কার্যকরি সদস্য হাসান, আলমগীর, সাগর, চৌধুরীবাড়ি অটো স্ট্যান্ডের নেতা জাকির, সাজ্জাত মোল্লা, জুম্মান সহ মালিক ও সিএনজি শ্রমিক কমিটির নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।