নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রতিক্রিয়াশীল, দেশ-শিক্ষা-স্বাধীনতা ও জনতা বিরোধী চক্র আবারো রগ কেটে হত্যার রাজনীতি শুরু হয়েছে। ছাত্র-যুব-জনতা আজ না চাইলেও দেশ-স্বাধীনতা-জনতাবিরোধী চক্র ক্ষমতায় আসবেই; তার প্রমাণ ডাকসুসহ এযাবৎ অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনের রেজাল্ট। কেউ ভোট দিক বা না দিক; তারা নির্বাচিত হয়ে যাচ্ছে যেভাবে, ঠিক সেখাবে জাতীয় সংসদ নির্বাচনেও তারা জালজালিয়াতি করবে বলেই আভাস পাওয়া যাচ্ছে।
২১ অক্টোবর বিকেলে বিজয় মিলনায়তনে জাতীয় শিক্ষাধারার আয়োজনে অনুষ্ঠিত ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ কেমন হবে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি আরো বলেন, নির্মবভাবে আবারো রগ কেটে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থী হত্যা শুরু হয়েছে গতকাল। গণমাধ্যমে এসেছে- তারা বরিশালের কৃতি সন্তান জয়কে রগ কেটে হত্যা করেছে ছাত্র রাজনীতির ক্ষমতাকে আরো প্রভাবশালী করতে একটি প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠন।
জাতীয় শিক্ষাধারার যুগ্ম আহবায়ক কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাধে রাম দাস, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, জাতীয় শিক্ষাধারা ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সদস্য মাহমুদা দীনা, নিপা আহমেদ, কাজী নওরীন, মিশরাত জাহান পাথর প্রমুখ। জাতীয় শিক্ষাধারার নেতৃবৃন্দ এসময় বলেন, নির্মমভাবে বাংলাদেশের শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র চলছে। দেশী-বিদেশী সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে জাতীয় শিক্ষাধারার অতিতের সকল ইতিহাস স্মরণে রেখে রাজপথে নামবে।