দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মা গ্রামে ডেঙ্গু মশা প্রতিরোধ ও পাহাড়ি পরিবেশ রক্ষার লক্ষ্যে আনসার ও ভিডিপি কর্তৃক এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ আরিফুর রহমান, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় আয়োজিত এই জনকল্যাণমূলক কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব আল আমীন এবং ইউনিয়ন দলনেতা মোঃ মনিরুল ইসলাম। অভিযানে ভিডিপি সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।বাড়িঘর, মসজিদের আঙিনা ও রাস্তার দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করে গ্রামকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আনসার ও ভিডিপি সদস্যদের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এলাকাবাসী ও মসজিদের মুসল্লীগণ তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ইউনিয়ন দলনেতা মোঃ মনিরুল ইসলাম জানান যে, এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। তিনি ও তার দলের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণের জন্য স্বেচ্ছাশ্রম দিতে সর্বদা প্রস্তুত রয়েছেন। তাদের এই উদ্যোগ এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।