মনিরুজ্জামান জুলেট, উপকূলীয় প্রতিনিধিঃ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ৪টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রমজাননগর ইউনিয়নের ২নং ওয়াড বিএনপির সভাপতি মিরাজ হোসেন পিন্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডঃ মোঃ মনিরুজ্জামান। মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, মা যেমন সন্তানের জন্য শান্তি খোঁজেন, বিএনপি একই ভাবে জনগনের জন্য শান্তি খোঁেজন।বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই, মানুষের শিক্ষা-স্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দূর করতে কাজ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জি,এম সোলায়মান কবির, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জি এম লিয়াকত আলী, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিএম সাদেকুর রহমান সাদেক , শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা কৃষক দলের আহবায়ক নূরুজ্জামান,সদস্য সচিব আবু বক্কার সিদ্দিক,উপজেলা শ্রমিক দলের আহবায়ক রোকনুজ্জামান রফিক,তাতি দলের সভাপতি আব্দুল হালিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সুলতানুল আরেফিন,রেজাউল করিম প্রমূখ।