পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে পটিয়া উপজেলা পৌরসভা এলডিপি’ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে কর্ণফুলী কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের করে পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসষ্টেশন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্টাবার্ষিকী র্যালিপূর্বক সমাবেশে চট্টগ্রাম ১২ পটিয়া আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, লিবারেল ডেমোক্রেটিক পাটি এলডিপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী ডক্টর কর্ণেল (অবসর) অলি আহমদ বীর বিক্রমের আদর্শে গঠিত এই দল দুর্নীতি, দুঃশাসন ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থান নিয়ে জনগণের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির পতনের পর বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব আরও বেড়েছে।
এলডিপি গণতন্ত্র, ন্যায় ও স্বচ্ছ রাজনীতির পথে অবিচলভাবে নেতৃত্ব দেবে। আগামী নির্বাচনে ছাতা প্রতীকের পক্ষে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, দলের ২০ বছরের এই পথচলা ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। আমাদের লক্ষ্য জনগণের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা। নেতাকর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী,
গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা যুগ্ম সম্পাদক নাদের জামান, পটিয়া পৌরসভা এলডিপি’র সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, গনতান্ত্রিক শ্রমিক দল দক্ষিণ জেলার আহবায়ক মোহাম্মদ সৈয়দ, গনতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আমিনুল হক তানিম, পৌর এলডিপি’র সিনিয়র সহ-সভাপতি ডা. রিদোয়ান আজাদ, সহ-সভাপতি কবির সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, রঞ্জন ধর, বেলাল হোসেন, নুরু সওদাগর, আবদুল কাদের, পৌরসভা গনতান্ত্রিক যুবদলের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা গনতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক শেখ জায়েদ মানিক, যুগ্ম আহবায়ক মো. সৈকত, সদস্য সচিব মো. সাজ্জাদ, পৌরসভা গনতান্ত্রিক ছাত্রদলের সভাপতি রাকিব চৌধুরী, এলডিপি নেতা সেলিম চৌধুরী, আবদুর রশিদ, জাহেদুল হক, মামুনুর রশীদ, এরশাদ, সেলিম, ডা. জসিম, খোরশেদ, জাহাঙ্গীর আলম, জাকারিয়া, ইমরান, ওসমান প্রমুখ।