সেলিম মাহবুব,ছাতকঃদোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে চিলাই নদী থেকে বালুভর্তি ২ টি ইঞ্জিন চালিত কাঠ বডির নৌকা আটক করে জব্দ করা হয়েছে। অবৈধভাবে চিলাই নদী থেকে বালু উত্তোলন করে বালু নিয়ে যাবার পথে পুলিশ তাদের ধাওয়া করলে বালুভর্তি ২টি ইঞ্জিন চালিত নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় বালু খেকোরা। থানা পুলিশ জানিয়েছে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফিয়ে পড়ে নদী সাঁতরে পালিয়ে যায় অপরাধীরা।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক’র নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ ঘটিকার সময় চিলাই নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ ও নদী ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত নৌকা ২ টি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।