সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা না করে ‘হোল্ড’ করায় হতাশায় স্থানীয় নেতা-কর্মীরা। আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নিজ নির্বাচনী এলাকা। আসনটি নুরুল হক নুরের জন্য খালি রাখা হয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। এখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন। এদিকে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর এ আসনটি খালি থাকার পরই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দলীয় নেতা কর্মীদের ধৈর্য ধরার আ্ধসঢ়;হ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন।
সোমবার (০৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেখানে পটুয়াখালী-৩ ও পটুয়াখালী-২ আসন প্রার্থীতা হোল্ড রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসান মামুন বলেন, আসসালামু আলাইকুম। প্রিয় গলাচিপা-দশমিনাবাসী-আপনারা ধৈর্যধারণ ও আশঙ্কামুক্ত থাকুন। যে কোন পরিস্থিতিতে পটুয়াখালী-৩ এ বিএনপি দলীয় প্রার্থী নির্বাচন করবে, ইনশাল্লাহ। এদিকে, স্থগিত আসনটিতে এরই মধ্যে বিকল্প প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জোট প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন তীব্র হয়ে উঠছে।
অপরদিকে, মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শিপলু খান সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যে কোন সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীর সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। একই সাথে তিনিি বলেন, দলের হাই কমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিব। কিন্তু তিনি দলকে তার বাবা সাবেক এমপি ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মো. শাহজাহান খানের দলের প্রতি যে ত্যাগ এবং দলের জনসভায় যোগদান করতে গিয়ে যে নির্মম অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করছেন সে বিষয়টিও বিবেচনা করার দাবি জানান।