শিবপুর প্রতিনিধি; নরসিংদীর শিবপুরে রাতের অন্ধকারে কলা গাছ ও লেবু বাগানের প্রায় অর্ধশতাধিক ফুল ও ফল ধরা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১লা নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে শিবপুর পৌরসভার বাজনাব এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাজনাব গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস মেম্বারের ছেলে কবির হোসেন ভূইয়া। এ বিষয়ে কবির ভূইয়া অভিযোগ করে বলেন, ৩০ শতাংশ জায়গায় তিনি বিভিন্ন প্রজাতির শতাধিক লেবু গাছের চারা ও কলা গাছ রোপণ করেছিলেন।
ওই চারাগুলো বাড়ন্তের সময় দুর্বৃত্তরা রাতের আঁধারে কলা গাছ ও লেবু বাগানের ফুল ও ফল ধরা গাছগুলো কেটে ফেলে বাগান নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কেউ শত্রুতাবশত আমার এ ক্ষতি করে থাকতে পারে। আজ গাছ কাটছে, অন্যদিন আরও বড় ঘটনা ঘটাতে পারে। তাই আমি সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নেব। এলাকাবাসী জানায়, সকালে উঠে দেখে গাছগুলো কারা যেন কেটে ফেলেছে। গাছের সঙ্গে এমন শত্রুতা করায় সবাই ধিক্কার জানিয়েছে।