1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশ আমজনগণ পার্টি নিবন্ধন পাওয়া লক্ষ্মীপুরে দোয়া ও মিষ্টি বিতরণ - শিক্ষা তথ্য
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনের সামনে আহমদি রিলিজিয়ন অফ পিস এন্ড লাইটের শান্তিপূর্ণ র‍্যালি বন্দরে সক্রিয় মাদক ও নারী পাচার চক্রের মূল হোতা এখনো অধরা আপন কমিউনিটি বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও জি. কে রাসেলের ৪৪তম জন্মদিন উদযাপন বন্দরে তিতাসের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.কে. রাসেল এর জন্মদিন পালন অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গলাচিপায় গ্রেপ্তার-২ কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ উপজেলা প্রশাসনের উদ্যোগে গুইমারায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলাদেশ আমজনগণ পার্টি নিবন্ধন পাওয়া লক্ষ্মীপুরে দোয়া ও মিষ্টি বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এই নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আমজনগণ পাটির নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই ও মাঠপর্যায়ের তদন্তে শর্ত পূরণ করেছে বাংলাদেশ আমজনগণ পার্টি তাই নিবন্ধনের জন্য যোগ্য মনে করছে কমিশন। তার আলোকে আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এখবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ আমজনগণ পার্টির লক্ষ্মীপুর জেলার নেতা-কর্মীরা তাহাদের নিজ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ এবং জেলা পার্টি অফিসে দোয়ার আয়োজন করেছে নেতাকর্মীগণ। এলাকায় চলছে সাজসাজ রব।

এ সময় স্থানীয়রা ও দলের নেতারা বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক রফিকুল আমিন যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আমজনগণ পার্টি রাজনৈতিক দলটি গঠন করেছেন তা হলো মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত আত্মপরিচয় ও স্বাধীনতা এবং সর্বোপরি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায়, লাখ লাখ শহীদ ও জনগণের অভিপ্রায়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আমজনগণ পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।

এছাড়াও ক্ষমতা কুক্ষিগত না করে যোগ্য নাগরিক গড়ে তুলে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমজনগণ পার্টি। দলটি মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত শাসন, লিঙ্গ সমতা, সংখ্যালঘু ও অনগ্রসর জনগোষ্ঠীর সুরক্ষা, শিক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। উৎপাদনমুখী কৃষি, কর্মমুখী শিক্ষা ও মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণ উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ, স্বাধীন বিচার বিভাগ, দলীয় অভ্যন্তরে গণতন্ত্র চর্চা ও দুর্নীতি নির্মূলের মাধ্যমে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও আন্তর্জাতিকভাবে ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে কাজ করবে বাংলাদেশ আমজনগণ পার্টি।

আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের দলের নিবন্ধন পেয়েছি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আগামীদিনে সকলের সহযোগিতা বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করবো, ইনশাআল্লাহ। বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. রফিকুল আমিন ও সদস্য সচিবসহ সকল নেতাকর্মীদের নেকহায়াত ও সুস্থতা কামনা করে দোয়া করেন বাংলাদেশ আমজনগণ পার্টির লক্ষ্মীপুর জেলা কমিটির নেতাকর্মীরা। এলাকার আপামর জনগণ আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ আমজনগণ পার্টির নেতারা হেন্ড শেক মার্কায় নির্বাচন করে জনগণের প্রতিনিধি হয়ে লক্ষ্মীপুরসহ সারা বাংলাদেশের দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন।

পাশাপাশি নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আমজনগণ পার্টির লক্ষ্মীপুর জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও জেলার আহ্বায়ক মোঃ মোরশেদ আলম সুমন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান , সদস্য আবুল খায়ের রাশেদ, জান্নাতুল ফেরদৌস, মাহবুবুর রহমানসহ আরো অনেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি