শুধু একবার, একবার একটি মেসেজ দি-ও
দিনে কিংবা রাতে বা যে কোনো সময়
যখন ইচ্ছে তখন, এই ধরো-
শুভ সকাল বা শুভ রাত্রি।
প্রতিদিন না হয় সপ্তাহে তা না হয় মাসে
আমি বলছি তাই দিয়ো, আমি কিছু বললে তাহ্ করো’নি এমন তো কখনো হয়’নি।
তোমার একটি মেসেজের অপেক্ষায়
বারবার ইনবক্স চেক করি একটু
ভালো থাকার আশায়, রাখবে’না ৷
বলো এই টুকু ভালো রাখবে নাহ্ আমায়?
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
লেখকঃ-শামীমা আক্তার