শামছুল হুদা, নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি: নান্দাইল উপজেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সমূর্ত্তজাহান মহিলা ডিগ্রি কলেজ। উক্ত কলেজটিতে বিগত ছয় মাস যাবৎ এডহক কমিটির দ্বায়িত্ব পালন করছেন এডভোকেট এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান। জানা যায় তিনি দ্বায়িত্ব পালন চলাকালে শিক্ষক কর্মচারীদের বক্তব্য তিনি সমূর্ত্তজাহান মহিলা কলেজের ইতিহাসের সেরা সভাপতি। উক্ত কমিটিটির মেয়াদ শেষ হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজ নতুন কমিটি অনুমোদন করেন। অনুমোদনকৃত কমিটিতে আজ 05/11/2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সরকার স্বাক্ষর করেন।
পূর্ণগঠিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন নান্দাইল উপজেলার এমপি প্রার্থী এডভোকেট এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান, সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে মনোনীত হন কলেজের অধ্যক্ষ এবং হিতৈষী সদস্য মনোনীত হন নিভিয়াঘাটা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো: নুরুল আমিন। কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থেই উক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে এডহক কমিটিটি পূণর্গঠন করা হয়। কমিটির মেয়াদ থাকবে ছয়মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি কমিটি গঠনের নির্দেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।