নিজস্ব সংবাদদাতা: সমাজসেবক ও শিক্ষানুরাগী মাসদাইর এলাকার মন্ডলবাড়ির অভিবাবক গিয়াস উদ্দিন আহমেদ’র মৃত্যুবার্ষিকী পালন করা হবে। বিশিষ্ট সাংবাদিক বর্তমানে আমেরিকা প্রবাসী শামসুল আলম লিটন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি‘র আহবায়ক কমিটির অন্যতম সদস্য নাদিম হাসান মিঠু, জেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল ও নারায়ণগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান রোমেন’র পিতা গিয়াস উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মাসদাইর পৌর কবরস্থান সহ বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হবে।
এছাড়াও মরহুমের বাড়িতে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কামরুল হাসান রোমেন , সকলের কাছে পিতার রুহের মাগফেরাত কামনা এবং পরিবারের সকল সদস্যদের সুস্থতা জন্য দোয়া প্রার্থণা করেন।