শামছুল হুদা, নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি: নান্দাইল সমূর্ত্তজাহান মহিলা কলেজ প্রতিষ্ঠার ৩০ বছর পর প্রথমবারের মতো আজ ছাত্রীসংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। উক্ত কলেজের এডহক কমিটির সভাপতি এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান বলেন, কলেজ প্রতিষ্ঠার ৩০ বছর। অনিয়ম, অসচ্ছলতা, দায়িত্বহীনতায় কেটেছে তিন দশক। গত একবছরে সর্বোচ্চ মেধা ব্যয় করে চেষ্টা করছি কলেজটিকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে। তার ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হচ্ছে ছাত্রী সংসদ নির্বাচন। নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন, জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজন এবং ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজন। প্রতিদ্বন্দ্বিদের মধ্যে ভিপি পদে নির্বাচিত হয় আফসানা মিমি (৭৭ ভোট), জিএস পদে নির্বাচিত হয় আফিয়া ইসলাম ঐশী (১০১ ভোট) এবং ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয় ফারজানা আক্তার নীলা (১১০ ভোট)। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে বলে জানায়।