শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বাংলাদশের একটি বৃত্তি প্রদানমূলক সংস্থা। এই সংস্থাটি বিভিন্ন পাঠ প্রতিযোগিতা ও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছর ময়মনসিংহ জেলায় একযোগে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে সংস্থাটি। আজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলায় একযোগে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলার ১৬ টি থানা থেকে প্রায় আটহাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষার অংশগ্রহণ করে। নান্দাইল উপজেলা থেকে অংশগ্রহণ করে প্রায় চারশ আশিজন শিক্ষার্থী।
চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। নান্দাইলে পরীক্ষার কেন্দ্র ছিলো নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং অভিবাবকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। অভিবাবকদের প্রত্যাশা প্রতিবছর যেন সংস্থাটি এ ধরনের কার্যক্রমের আয়োজন করে থাকে। কিশোরকণ্ঠ পাঠক ফোরামের নান্দাইল শাখার আহ্বায়ক নাজমুল হক বলেন শিক্ষার্থী এবং অভিবাবকদের মধ্যে যে আগ্রহ উদ্দীপনা আমরা দেখেছি আমাদের এ কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।