লিয়াকত হোসাইন মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ইদানীং মিডিয়ার মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, আমরা নাকি পোস্টার ছিঁড়ে ফেলেছি, পার্টি অফিসে তালা দিয়েছি, এসব পুরোপুরি মিথ্যা। বিএনপির কেউ অফিসে তালা দেয়নি বা ছবি ভাঙচুর করেনি। আমরা জিয়া পরিবারের সদস্য, নিজেদের নেতার ছবি আমরা কেন ভাঙবো? যারা এসব মিথ্যা প্রচার চালাচ্ছেন, তারা এসে দেখে যান আজকের এই জনসভায় মানুষের ঢল।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন বলেন, কারা আমাদের নেতা মনিরুল ইসলামের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা যুবদল নেতা মামুন সরকারের চোখ উপড়ে ফেলেছে, এসব প্রশ্নের উত্তর সবাই জানে। সন্ত্রাসী করে মনোনয়ন পাওয়া যায় না, মনোনয়ন পেতে হলে মানুষের মন জয় করতে হয়। তিনি আরও বলেন, দলের ভিতরে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু আমরা সবাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করব। আমার প্রতি কারো রাগ থাকতে পারে, সেটি স্বাভাবিক। আমি মানুষ, ভুল আমারও হতে পারে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীকের প্রতি আমাদের কারোই রাগ থাকা উচিত নয়। দীর্ঘ ১৭ বছর ধরে আপনারা নির্যাতন-নিপীড়নের শিকার। আসুন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন।
তিনি বলেন, দলের শৃঙ্খলা কাকে বলে, তা আজকের এই ছেংগারচরের বিশাল জনসভা প্রমাণ করেছে। অধ্যাপক ডা. শামীম আহমেদ, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, আজহারুল হক মুকুল তারাও প্রার্থী ছিলেন, কিন্তু আজ তারা ধানের শীষের প্রচারণায় একত্র হয়েছেন। এটা প্রমাণ করে মতলবে বিএনপি ঐক্যবদ্ধ। সভায় ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের সঞ্চালনায় যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীম আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, সদস্য সচিব ফয়সাল আহাম্মেদ সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী ও সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ। সমাবেশে চার সম্ভাব্য প্রার্থী একই মঞ্চে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে ভোট চান, যা মতলব বিএনপির রাজনীতিতে বিরল এক ঐক্যের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।