মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া ৫টি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই মামলাগুলোর মধ্যে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাও রয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন এবং বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।উল্লেখ্য, চলতি বছরের ৯ মে ভোরে না,গঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করা হয়।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয় মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি এই মামলাগুলোতে কারাবন্দী আছেন।