রাজনীতিতে দলের চেয়ে ব্যক্তি বড় হতে পারে না। দলের চেয়ে বড় কেউ নয়। দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে যাওয়া রাজনৈতিক অজ্ঞতার শামিল। স্বৈরাচার সেখ হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করা কারো একার পক্ষে সম্ভব ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো সূচনা থেকেই শেখ হাসিনার স্বৈরশাসনের বিরোধিতা করে এসেছে। যে কারণে জেল জুলুম ও মামলা হামলার শিকার হয়ে বহু নেতাকর্মী নানাভাবে নির্যাতিত হয়েছেন। অনেককেই গুম করে হত্যা করা হয়েছে। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বৈরশাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছে।
জনগণ ফিরে পেয়েছে ভোটের অধিকার। আসন্ন চতুর্দশ সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমান কর্তৃক মনোনীত ময়মনসিংহ ০৯, নান্দাইল আসনে ধানের শেষ প্রতীক নিয়ে মাঠে আছেন জননেতা জনাব ইয়াসের খান চৌধুরী। ব্যক্তি স্বার্থ ও ব্যক্তি রাজনীতি পরিহার করে, দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে, ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জননেতা জনাব ইয়াসের খান চৌধুরীর সহযোগী কাজ করে যাচ্ছেন। মুষ্টিমেয় নেতাকর্মী, যারা বিরোধী আচরণ প্রদর্শন করছেন জেনে রাখুন – দলের চেয়ে বড় কেউ নয়। দলীয় সিদ্ধান্তকে মেনে নিন। মোঃ বিল্লাল হোসেন। আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নান্দাইল, ময়মনসিংহ।