রবিউল আলম: বাংলাদেশ পেঞ্চাক সিলাত এ্যাসাসিয়েশন এর উদ্যোগে অদ্য ৮ নভেম্বর ২০২৫ তারিখে তারুন্যের উৎসব ও ২য় ঢাকা পেঞ্চাক সিলাত প্রতিযোগিতা ২০২৫ রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প (রুয়াপ) সুরমা ভবন হল রুম, উত্তরা ঢাকায়, মহিলা ইভেন্টে ২টি ও ৫টি পুরুষ মোট ৭টি ওজন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট পেঞ্চাক সিলাত এর ঢাকা জেলার সোলো অনুশীলনকারীরা অংশ গ্রহণ করে। এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তারুণ্য উৎসব, আন্তর্জাতিক খেলার নিয়ম রিভিউ ও আন্তজার্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। উক্ত প্রতিযোগিতায় ওপেন ওজন ৫০ কেজিতে রুয়াপ পেন্চাক সিলাত একাডেমীর নওরীন, মহিলা জুনিয়র ৪০ কেজিতে ক্যাটাগরিতে আয়নাজ, -৬০ কেজিতে রাকিব স্বর্ণ পদক, পুরুষ ক্যাটাগরিতে ওপেন ওয়েট ৮০কেজিতে সাভার পেঞ্চাক সিলাত একাডেমী, ঢাকার আনিল,
৬০+ কেজিতে পিকার্ড স্কুলের তামিম, -৫০ কেজিতে পিকার্ড স্কুলের সজীব অনুপ -৫৫ কেজিতে অনুপ ৮০কেজিতে বাংলাদেশ পেঞ্চাক সিলাত এ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মেজর (অবঃ) মোহাম্মদ সাকিল হোসাইন খান অনুপস্থিত থাকায় এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও চীফ ইন্সট্রাক্টর রাজশাহীর কৃতি সন্তান জনাব এএসএম তাহমিদুল হক জুয়েল বিজয়ী প্রতিযোগিতদর মধ্যে পুরস্কার প্রদান করেন, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা-১ ভবনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান, সুরমা-১ ভবনের সভাপতি মোঃ শামছুল আলম, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক এসএম পারভেজ, নির্বাহী সদস্য এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন ও ঢাকা পেঞ্চাক সিলাত এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ সুলতান মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।