শেখ আরিফ,নারয়ণগঞ্জ বন্দর উপজেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা হয়েছে। সোমবার(১০ নভেম্বর) সকালে বন্দর উপজেলা পরিষদের কৃষি অধিদপ্তর প্রাঙ্গণ উপজেলার বিভিন্ন এলাকার ৬শ জন কৃষককে এসব উপকরণ প্রদান করা হয়। বন্দর উপজেলা কৃষি অফিসার নুর-এ- কাউছারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো: আরিফুল ইসলাম,হুমায়রা মহসিন সহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তারাবৃন্দ। উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় সোমবার ৬শ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বারি সরিষা-৯ বীজ ২০ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।