নিজস্ব সংবাদদাতা: ইয়ানা জান্নাতি সূরা’র জন্ম ২০১৫ সালের ১০ নভেম্বর। ৯ বছর পূর্ণ করে আজ পা রেখেছে ১০-এ। এ-ই দিনে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা এলাকায় তার পিতা সাংবাদিক মোঃ ইমরান আহমেদ ও মাতা মোসাম্মৎ জুথি আক্তার’র ঘরকে আলোকিত করে এ পৃথিবীতে জন্মগ্রহণ করেন।
জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইমরান আহমেদ। তিনি এবং তার স্ত্রী তাদের একমাত্র কন্যা ইয়ানা জান্নাতি সূরা’র জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। যাতে করে বাকিটা জীবন সূরা যেনো, সকলের মাঝে সত্যতার সাথে বেঁচে থাকতে পারেন এবং আল্লাহ-তায়ালা কোরআনের আলোকে তার জীবন গড়ার তৌফিক দান করেন।