সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় গলাচিপায় দুই সার ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে গলাচিপা পৌর এলাকার পূর্ববাজার এলাকায় সার ব্যবসায়ী মো. নোয়াব মিয়ার মালিকানাধিন সাকিব এন্টারপ্রাইজ ও মো. মঞ্জুরুল আহসানের মালিকানাধীন জোনাকী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা শাখার সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গলাচিপা পৌর এলাকার সার ব্যবসায়ী মো. নোয়াব মিয়া ও মঞ্জুরুল আহসান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ড্যাব সার বিক্রি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান চালিয়ে সার ব্যবসায়ী মো. নোয়াব মিয়ার মালিকানাধিন সাকিব এন্টারপ্রাইজকে ৫০ হাজার ও মো. মঞ্জুরুল আহসানের মালিকানাধীন জোনাকী এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়ে যান।