নারায়ণগঞ্জ:গণমাধ্যম ও ডিজিটাল প্রিন্ট জগতের সম্মিলিত উদ্যোগে নারায়ণগঞ্জে উদ্বোধন হলো দৈনিক বাংলাদেশ দিগন্ত ও ইযহান গ্রাফিক্স-এর নতুন কার্যালয়।
গত ১১ নভেম্বর ২০২৫ ইং (মঙ্গলবার) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শহরের দুই নং রেলগেইট এলাকার গ্রীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ দিগন্ত-এর সম্পাদক ও প্রকাশক এবং ইযহান গ্রাফিক্স-এর কর্ণধার মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিভাগীয় প্রেস ক্লাব-এর সহ-সভাপতি ও বাংলাদেশ দিগন্ত-এর প্রধান সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট মোঃ আলী জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কে. এম. ফরিদুল মিরাজ,
দৈনিক সচেতন বাংলাদেশ ও নিউজ টু নারায়ণগঞ্জ-এর প্রকাশক সম্পাদক ও সচিবালয়ভীট মোঃ ইব্রাহিম খলিল,
দৈনিক বর্তমান দেশ বাংলার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোঃ মতিউর রহমান মুক্তি,
দৈনিক ইয়াদ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ,
দৈনিক আজকের নীর বাংলার প্রধান বার্তা সম্পাদক এম. আর. হায়দার রানা,
মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়া,
বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষা তথ্যের সম্পাদক-প্রকাশক জি. কে. রাসেল,
দৈনিক দেশজুড়ে সংবাদের সম্পাদক ও প্রকাশক এম. এইচ. ডি. মুহসিন দেওয়ান, দৈনিক বাংলাদেশ দিগন্ত-এর উপদেষ্টা মোঃ আব্দুর রব, দৈনিক বাংলাদেশ দিগন্ত স্টাফ রিপোর্টার মোঃ রাসেদুল ইসলাম রানা, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব ও দৈনিক ভোরের সময়-এর জেলা প্রতিনিধি এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সদস্য মোঃ আবুল কাশেম,
মোহাম্মদ স্বপন ভূঁইয়া, এডভোকেট এ. কে. এম. ওমর ফারুক নয়ন জজ কোর্ট, নারায়ণগঞ্জ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টানবাজার বড় মসজিদের পেশ ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন।