মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনা বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান এর সার্বিক প্রচেষ্টায় দিনরাত সেবা পাচ্ছে উপজেলা বাসী। তারই ধারাবাহিকতায় ১২ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ টার সময় সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। উক্ত সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন ডাঃ তন্দ্রা ঘোষ। রোগীকে এ্যানেসথেশিয়ায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান। ভর্তি থাকা গর্ভবতী মা মিসেস মাহমুদা আক্তার সুমির (২২) হঠাৎ করেই সিজারিয়ান প্রয়োজন হলে দায়িত্বরত চিকিৎসক কর্মস্থলে অবস্থানরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ্যানেসথেশিয়া দেওয়া গেলে দ্রুত অপারেশন করে মা ও শিশু-কে নিরাপদ রাখা সম্ভব হবে বলে জানালে তিনি ইনচার্জ সুনিত্রা বিশ্বাস-কে অপারেশন থিয়েটার প্রস্তুত করতে বলেন ।
স্বল্প সময়ে সকল প্রস্তুতি গ্রহণ করে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে । মা ও নবজাতক দুজনেই ভালো আছেন । স্বল্প খরচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বটিয়াঘাটা খুলনায় সিজারিয়ান অপারেশন বটিয়াঘাটা বাসীর জন্য আশির্বাদ হয়ে দেখা দিয়েছে । অপারেশন সম্ভব না হলে রোগীকে খুলনায় রেফার করা ছাড়া অন্য কোন পথ ছিলোনা বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ তন্দ্রা ঘোষ। অন্য দিকে সিজারিয়ান রোগীর পক্ষ্য থেকে হাসপাতাল কর্তৃপক্ষ্যকে ধন্যবাদ জানিয়েছেন অল্প খরচে অসময়ে সিজারিয়ান সম্পন্ন করার জন্য।