নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে বুধবার রাত ৯টায় এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন। র্যালিতে উপস্থিত নেতাকর্মীরা জানান, ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে এই শান্তিপূর্ণ র্যালির আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারায়ণগঞ্জ ছাত্রদল সর্বদা ঐক্যবদ্ধ।” এছাড়া, র্যালিতে উপস্থিত নেতারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান। উল্লেখ্য: র্যালিতে ছাত্রদলের নেতা-কর্মীদের বিশাল উপস্থিতি ছিল, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।