মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, গোপালগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১২ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ ১৩:০০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-১০, সিপিসি সদর, কেরানীগঞ্জ এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হৃদয় খাঁ (২০), পিতা: এয়াকুব খাঁ, সাং: পারচন্দ্র দিঘলিয়া, থানা ও জেলা : গোপালগঞ্জকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।