নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, তরুণ সমাজের প্রেরণাদাতা নেতা কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ-এর নেতৃত্বে বুধবার রাত ৯টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের শত শত নেতা-কর্মী অংশ নেন। পুরো শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ। উচ্ছ্বসিত স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জের রাজপথ।
নেতাকর্মীরা জানান, ১৩ নভেম্বর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখতে এই শান্তিপূর্ণ র্যালির আয়োজন করা হয়। তারা বলেন,
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে নারায়ণগঞ্জ ছাত্রদল সবসময় সংগ্রামে অবিচল।”
র্যালির প্রধান অতিথি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন,
“ছাত্রদল কোনো ভয়ের নাম নয়, এটি স্বাধীনতার চেতনার প্রতীক। আমরা অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে এবং দেশের গণতন্ত্র রক্ষার পক্ষে লড়াই করছি। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ, সংগঠিত ও নীতিনিষ্ঠ।”
তিনি আরও বলেন,
“ছাত্রদল জাতির বিবেক, এ সংগঠনই একদিন গণতান্ত্রিক বাংলাদেশের পুনর্জাগরণ ঘটাবে।”
র্যালিতে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে আরও শক্তিশালী ও সংগঠিত ভূমিকা পালনের আহ্বান জানান।
এই বিশাল র্যালিকে অনেকে নারায়ণগঞ্জ ছাত্রদলের ঐক্য ও পুনর্জাগরণের নতুন সূচনা হিসেবে দেখছেন।