কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে বিদ্যালয়ভিত্তিক মেট (আবহাওয়া) ক্লাব ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে, সেইভ দ্য চিলড্রেন ও রাইমস-এর কারিগরি সহযোগিতায়, উন্নয়ন সহযোগী সংস্থা জাগোনারী-এর বাস্তবায়নে শিশুদের দুর্যোগ ও আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত এ মেট ক্লাবের উদ্বোধন করেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান (রু. দা.), কলাপাড়া রাডার স্টেশন ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার শরীফ, এবং জাগোনারীর মানবসম্পদ ও প্রশাসন সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইসতাক জাহান, ধুলাসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় সুশীল সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক-অভিভাবক, সাংবাদিক, সিপিপি সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু। তিনি মেট ক্লাবের উদ্দেশ্য, পটভূমি ও দুর্যোগের আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। সেইভ দ্য চিলড্রেন-এর অফিসার সনজিতা হালদার এন্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের লক্ষ্য ও সংস্থাটির কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট অফিসার কিশোর কুমার দাস।আলোচনায় জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। এজন্য শিশুদের তথ্যভিত্তিক ও প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন করতে হবে। তারা মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে কমিউনিটিকে আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন, জলবায়ুর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা অর্জনে এগিয়ে আসতে হবে। এই আবহাওয়া ক্লাব শিশুদের মেধা বিকাশের এক সময়োপযোগী উদ্যোগ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও এন্টিসিপেটরি অ্যাকশন বিষয়ে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।