নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ সদর আংশিক আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূইয়ার পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে সদর উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উত্তর হামছাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গনির সভাপতিত্বে বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনীত প্রতিনিধি ও সদর পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন মন্টু, সদর পশ্চিম যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক ভূইয়া, জেলা যুবদলের সাবেক সদস্য এম এ মমিন, ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান গণি মন্টু ভূইয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে।
সভা শেষে আসন্ন নির্বাচনে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।